Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

  সমগ্র উপজেলার বিত্তহীন পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা নিবন্ধিত প্রাথমিক সমিতি গঠন করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত জমা দানে উৎসাহিত করা । ক্ষুদে সমবায়ীদের কে প্রাথমিক অবস্থায় ১০,০০০ টাকা ঋণ প্রদান করা হয় । গৃহিত ঋণ সম ৫০ কিস্তিতে পরিশোধ  যোগ্য । এ ছাড়াও সমবায়ীদেরকে আই জি এ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। 

 

অত্র প্রতিষ্ঠানের আওতাধীন নিবন্ধিত প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইউবিসিসি এর ঋণ উপ-কমিটির নিকট ঋণ প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত কমিটি ঋণ প্রস্তাব যাচাই বাছাই করে ইউবিসিসি এর ব্যবস্থাপনা কমিটির সভায় দাখিল করেন। কমিটি আলোচনা পর্যালোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ঋণ প্রস্তাব স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপক বরাবরে দাখিল করেন। ব্যাংক কর্তৃক অনুমোদিত ঋন সমবায়ীদের উপস্থিতিতে ঋণ গ্রহীতাদের মধ্যে বিতরণ করা হয়।